মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর মামলা শুণ্য !

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর মামলা শুণ্য ! প্রশাসনিক দক্ষতা আর আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কারণে এমন অসম্ভব কাজ সম্ভব হয়েছে। থানা আছে মামলা নাই, পূর্বে কখনো শুনি নাই, এমন প্রবাদ বাক্য এখন মানিকগঞ্জবাসীর মুখে মুখে প্রচলিত। ইচ্ছা থাকলে উপায় হয়, জ্ঞানী জনেরা তাহাই কয়।

অসাধ্য বলতে কিছুই নাই, আপনি দিলেন প্রমাণ তাই। প্রশাসনিক দক্ষতায় অসম্ভবও সম্ভব হয়। তাইতো দৌলতপুর আর হরিরামপুরে শান্তির পায়রা উড়িয়ে সবাইকে জানান দিলেন আমরা মারামারি, হানাহানি চায় না, আমরা চাই শান্তি আর শান্তি। চলছে চলুক এই নেতৃত্ব, শান্তির বার্তা হোক প্রতিষ্ঠিত। পুলিশ-জনতা ঐক্য করি, সুশৃঙ্খল সমাজ গড়ি। আপনি দিলেন প্রমাণ করে, শত কোটি সালাম সাবেক পুলিশ সুপার রিফাত রহমান শামীমের তরে।

 

শিরোনাম