দৌলতপুরে গুলি ও ককটেল ফাটিয়ে ১ লক্ষ টাকা ও ৭০ ভরি স্বর্ণ ছিনতাই,আহত-১,আটক-১

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে গুলি ও ককটেল ফাটিয়ে ১ লক্ষ টাকা ও ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।জনতা পাকড়াও করেছে ১ ছিনতাইকারীকে।এ সময় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ১ জন আহত হয়েছে।

জানা গেছে,দৌলতপুর বাজারের মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী দিলু রাজবংশী প্রতিদিনের ন্যায় শুক্রবার(১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেলযোগে তার কর্মচারীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের শ্রীদাম ঘোষের বাড়ির নিকটে আসলে ২টি মোটর সাইকেল নিয়ে ৫ জন ছিনতাইকিারী তাদের গতিরোধ করে।ছিনতাইকারীরা আতংক সৃষ্টির জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।এ সময় তারা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা ১ লক্ষ টাকা ও ৭০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।তাদের চিৎকার-চেঁচামেচিতে এলাকার লোকজন বেরিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে।তারা পালিয়ে যাওয়ার সময় নাগরপুরের গাংবিহালী এলাকার লোকজন বেরিয়ে ধাওয়া করে তাদের ধরতে ব্যর্থ হয়।পরে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।ছিনতাইকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন মৃধা(৩৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা সংবাদ মাধঘ্যমকে জানান,ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।‌‌ এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম