মানিকগঞ্জে দাশড়ার শিশু রোহানের সুন্নতে খৎনা আর হলো না
নিজস্ব প্রতিনিধি,
মানিকগঞ্জের দাশড়ার শিশু রোহানের সুন্নতে খৎনা আর হলো না।শহরের কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মে) দুপুর পৌণে ২টার দিকে শহরের পশ্চিম দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রোহান ওই গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলেজানা যায়।
জানা গেছে,ঘটনার দিন রোহানের ছিল সুন্নতে খৎনা।ঐদিন রোহান ও তার সহপাঠীরা নদীতে গোসল করতে যায়। এ সময় রোহান ও তার এক সহপাঠী সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। লোকজন রোহানের এক সহপাঠীকে জীবিত উদ্ধার করলেও উদ্ধার করতে পারেনি রোহানকে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঐ পরিবারে ক্রন্দনের মাতম থামেনি।