মানিকগঞ্জের চরমত্ত মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে ঢিমেতালে

মো: শরিফ হোসেন ঃঃ
মানিকগঞ্জের চরমত্ত মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে ঢিমেতালে। আর ঢিমেতালে কাজের দরুণ ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বিঘ্ন ঘটছে লেখাপড়ায়। খেলার মাঠে খেলাও করতে পারছে না শিক্ষার্থীরা। কারণ মাঠটির বেশিরভাগ বালু ফেলে রাখায় খেলার-ধুলা করার আর পরেবেশ নেই।

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমত্ত গ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। যা আজ অবধি এখনো শেষ হয়নি। দীর্ঘদিন খেলার মাঠটি মাটি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে আর স্কুলের কক্ষগুলো মালপত্রে ভরা। এলাকার একমাত্র মাঠ তাও বালুর দখলে। তরুণেরা খেলার মাঠে খেলতে না পেরে মাদকে আসক্ত হচ্ছে। মাঠে ঈদের জামাত কিংবা জানাযার নামাজও পড়তে পারছে না এলাকাবাসী।

প্রশ্ন হচ্ছে, কর্তৃপক্ষ কি করছে? ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন?এ ব্যাপারে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

শিরোনাম