মানিকগঞ্জের ঘিওরে স্বামীর হাতে স্ত্রী ও দুই কন্যা খুন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই কন্যাকে ধারাল অস্ত্র দিয়ে মর্মান্তিকভাবে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। হত্যার পর ঐ স্বামী আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে তাকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে,উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুর রহমান রুবেল (৪০)রোববার(৮ মে)ভোর রাতে তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করে। নিহতরা হলেন, রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কথা আক্তার (১২)। ঘাতক রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন।

ধারণা করা হচ্ছে, রুবেল সংসার পরিচালনায় ঋণগ্রস্ত হয়ে পড়লে সংসারে কলহ সৃষ্টি হয়। আর এ কলহ থেকেই এ হত্যাকান্ড সংঘটিত হয়। এ ব্যাপারে ঘিওর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।ছবি-সংগৃহীত

শিরোনাম