কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের ঘিওরে আনসার সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, শনিবার (২৩ জুলাই) ভোরে উপজেলা পরিষদ চত্বরের পাশে দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকা নিবাসী ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নাইট গার্ড আব্দুল কুদ্দুস(৪০)কেকুপিয়ে হত্যা করে। সকালে পুলিশ নিহত আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত শাহীন(২৭)কে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটনো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।