মানিকগঞ্জের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জর উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন। তাঁর যত সৃষ্টি,স্মৃতি মুছে যাক না কেন। হীরালাল বাংলার গৌরবজ্জ্বল ইতিহাস।ঊনবিংশ শতকের শেষ প্রান্ত থেকে বিংশ শতকের দ্বিতীয় দশক অব্দি যে অর্ধশতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার কোনো নিদর্শন কোথাও কারও কাছে নেই। ১৯১৭ সালে কলকাতায় এক অগ্নিকাণ্ডে তাঁর সব চলচ্চিত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাংলার প্রখ্যাত চলচ্ছিত্র নির্মাতা হীরালাল সেন ১৯৬৮ সালের ২ আগষ্ট জন্ম গ্রহণ করেন মানিকগঞ্জের বগজড়ি গ্রামে। ভারতের কলকাতায় ১৯১৭ সালের ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে,তাঁর নিজ জন্মভূমির বসতবাড়ির সামান্যতম চিহ্নটুকু আর অবশিষ্ট নেই। সময় সব গিলে খেয়েছে। থাকার মধ্যে শুধু কয়েকটি পুকুর রয়েছে। বড় পুকুরের শেষ প্রান্তে একটা পুরোনো মন্দিরের মতো স্থাপনা। মন্দিরটা ঘিরে কিছু ছাপরাঘর। গ্রামের কিছু ভূমিহীন কৃষক-পরিবার সেখানে বসবাস করছে। জানতে পারলাম এটা আসলে মন্দির নয়, হীরালাল সেনের পিতামহ গোকুল মুন্সি সেনের সমাধিসৌধ। একইভাবে ভারতের কলকাতায় মসজিদবাড়ি স্ট্রিট, হরীতকী বাগান স্ট্রিট, ব্ল্যাকওয়ার স্ট্রিট, রায়বাগান লেন খুঁজেও তেমন কিছুর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
উল্লেখ্য,হীরালাল সেনের ছোট কন্যা প্রতিভাদেবীর বিয়ে হয়েছিল ঢাকার গেন্ডারিয়ার আদিনাথ সেনের পুত্রের সঙ্গে। প্রতিভা দেবীর ভাসুর পুত্রের বউ ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সূচিত্রা সেন।