মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ৩টি আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।যাদের মনোনয়নন বাতিল হয়েছে তাদের মধ্যে ১ জন কান্নায় ভেঙ্গে পড়েন।আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তারা। কারণ হিসেবে এদের মধ্যে ঋণ খেলাপি এবং প্রয়োজনীয় ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীই ছিল বেশিরভাগ।

জানা গেছে,মানিকগঞ্জ—২ আসনে জাতীয় পার্টি প্রেসিডিয়ামের সদস্য এসএম মান্নান এবং মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম রুবেল ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শিরোনাম