সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মেয়েটি বয়স ৮বছর। রবিবার (২৫ এপ্রিল) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত সেই শিশু কন্যাটি। শিশু কন্যাটির বাবা হতদরিদ্র, দিনমজুর। ঐ দিনমজুরের বাড়ি গোবিন্দল পশ্চিমপাড়া এবং আরেকজন রিকশা চালক সড়ক দুর্ঘটনায় ফুসফুসের ভিতর বাঁশ ঢুঁকে গিয়েছে। তার বাড়ি পৌরসভার আঙ্গারিয়া মহল্লায়।
মানবিক সিংগাইর ফাউন্ডেশন (MSF) এর পক্ষ থেকে একজনকে ৫ হাজার এবং আরেকজনকে ৪ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। সেই সাথে মানবিক সিংগাইর ফাউন্ডেশন তাদের সুস্থ্যতায় সকলের দোয় কামনা করেছেন। তথ্যসূত্র ও ছবি–ফেসবুক