মাধবপুরে দুগ্রুপের সংঘর্ষে যুবক নিহত,আহত-৩০

মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরের বেজুড়া গ্রামে জমি নিয়ে দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে পাবেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জগদীশপুর ইউপির চেয়ারম্যান মাসুদ খানসহ চারজনকে আটক করা হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪), আং হামিদ (৩০), সফিক মিয়া (৪০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮), জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৫), মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০), ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮), সামসুউদ্দিন (৩০) এবং সাইফুল (২৯)। তাদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী শনিবার রাত ১১টায় বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে।

শিরোনাম