মাধবদীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে হতাহত-২

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় ইফতি ও আকরাম নামে বিএনপি’র দুই গ্রুপের আধিপত্যের জেরে আনোয়ার হোসেন মঞ্জুর (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার হোসেন ইফতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের মধ্যে বিরোধের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীর। এ সময় বখতিয়ার হোসেন নামে আরও একজনও গুলিবিদ্ধ হন।

নিহত আনোয়ার হোসেন মঞ্জুর মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ইফতেখার হোসেন ইফতির ভাই। মঞ্জুর মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বখতিয়ার হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি তিনি একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন।

রাতেই নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান,এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম