মাদক ব্যবসায়ীর মলদ্বার দিয়ে বের হলো ৮০০ পিস ইয়াবা !
সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
অভিনব কায়দায় মাদক আসছে কিশোরগঞ্জের মাদক জোন ভৈরবে। মাদক ব্যবসায়ীরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে রাখতে পেটের ভেতরেও বহন করছে ইয়াবা। এমনি এক ধুরন্ধর মাদক ব্যবসায়ী এক সহযোগীসহ ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর জালে। গত রোববার দুপুরে ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড থেকে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৫৫) ও তার সহযোগী সাইফুল ইসলাম (২৮)কে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকের পর ইয়াবা বহনের কথা তারা অস্বীকার করলেও এ-ক্সরে রিপোর্টের মাধ্যমে মোহাম্মদ আলীর পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হন অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই ওসমান গনি। এ-ক্সরে রিপোর্টের পর পেটে রাখা ইয়াবা বের করে দিতে বাধ্য হয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী। মলদ্বার দিয়ে সে বের করে দেয় সাদা পলিথিনে মোড়ানো ইয়াবার চালানটি যাতে ৮টি প্যাকেটে মোট ৮০০ পিস ইয়াবা রাখা ছিল।
মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।