মাতাল সৎ পিতার ধর্ষণের শিকার যুবতী কন্যা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাঙামাটির কাউখালীতে ২০ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎপিতার বিরুদ্ধে। এ ঘটনায় সৎপিতা রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা (৪২)কে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাগলীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার ঘাগড়া ইউনিয়নের ইউনিয়নের পাগলীপাড়া এলাকার মৃত জয়লাল তঞ্চঙ্গ্যা ছেলে।

জানা যায়, গত ১৫ বছর পূর্বে ভিকটিমের বাবার সঙ্গে ডিভোর্স হওয়ায় মা রাজুর সঙ্গে ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হন। মেয়ের বয়স ১৩ হওয়ার পর থেকে লম্পট সৎপিতার লালসার শিকার হয়। এরপর ঘটনা প্রকাশ করলে মাকে হত্যার হুমকি দেয় রাজু। নানা সময় পাশবিক নির্যাতন চালায় ওই নরপশু।

ধর্ষণের শিকার মেয়েটির মা জানান, তার মেয়েটি ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম ধর্ষণের শিকার হয়। মেয়েটি ওই ঘটনার পরদিন মাকে জানায়, মা অভিযুক্ত ধর্ষক পিতাকে জানালে উল্টো মারধর করে। এরপর মাঝে মধ্যেই মদ পান করে সৎপিতা রাজু মেয়েটিকে কুপ্রস্তাব দিতো। ওই প্রস্তাবের বিষয়ে মাকে জানালে বিষয়টি দেখবে বলে জানায়।

ঘটনাটি ধামাচাপা দেয়ার খবর পেয়ে সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে হানা দেয়।পুলিশ গ্রেফতার করা হয় অভিযুক্ত রাজু। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম