মাটিরাঙ্গায় আ’লীগ নেতা সুবাস চাকমার বাবা না ফেরার দেশে

 

রেজাউল করিম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) ঃঃ

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার পিতা কল্পতরু চাকমা না ফেরার দেশে চলে গেছেন। বুধবার (২৪ মার্চ) দুপর ১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি তিন ছেল, আত্মীয়- স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার শ্রদ্ধেয় পিতা কল্পতরু চাকমা মৃত্যুতে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক-সন্তপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে বাবার মৃত্যুতে ভীষণভাবে শোকাহত সুবাস চাকমা । তিনি তার বাবার জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন যেন তিনি স্বর্গবাসী হন।

শিরোনাম