মাছ ধরতে গিয়ে হাওয়া হয়ে গেল মেয়ের জামাই

স্টাফ রিপের্টারঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে মো. আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল ভোর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী বাজারের পাশে নির্মিত স্লুইস গেট এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কালাম। নিখোঁজ আবুল কালাম একই ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

জানা যায়, শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নিখোঁজ আবুল কালাম। গত কয়েকদিন থেকে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্লুইস গেট এলাকায় দল বেঁধে মাছ ধরে মানুষ। আবুল কালাম আনুমানিক রাত ৩টায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকলের ধারণা মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় সে।

শিরোনাম