মাছের ড্রামে মাছ নয়, পাওয়া গেল ১০ যাত্রী !

 

গাজীপুর প্রতিনিধি ঃঃ
মাছের ড্রামে মাছ নয়, পাওয়া গেল ১০ যাত্রী ! কঠোর বিধিনিষেধে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকলেও জরুরি পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক ছিল। এরই সুযোগ নিয়ে গতকাল দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে একটি ট্রাকে মাছের ড্রামের ভেতরে চেপে ঢাকা থেকে ময়মনসিংহের বাড়ি ফিরছিলেন ১০ যাত্রী।

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হতে পারলেও রাজেন্দ্রপুরে এসে ধরা পড়েন তারা। ওই পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করে মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীদের বের করে আনা হয়। পরে তাদের ছেড়ে দেয়া হলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুরে তল্লাশী চালনোর সময় আজগুবি এ ঘটনা ধরা পড়ে। ড্রামভর্তি যাত্রীদের ছেড়ে দেয়া হলেও ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শিরোনাম