মাগুড়ার ২ টি আসনে সাকিবের মনোনয়ন জমা নিয়ে তোলপাড়

মাগুড়া প্রতিনিধিঃ
মাগুরার দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ বিষয়ে জেলার সর্বত্র চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো অবস্থানে নেই জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, মাগুরা-১ আসন থেকে বর্তমান এমপি ও জেলা আওায়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুজ্জামান শিখর, সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য এটিএম আব্দুল ওয়াহ্‌হাব, এসএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মিরুল ইসলাম দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। মাগুরা-২ আসন থেকে বর্তমান এমপি ও জেলা আওায়ামী লীগের সহ-সভাপতি বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জী, সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওহিদুর রহমান টিপু, কার্যনির্বাহী সদস্য কবিরুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কাজী শরিফ উদ্দিন, প্রকৌশলী নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আইয়ুব বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈকতুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকেীশলী শেখ নবীব আলী, এডভোকেট মশিউর রহমান, সাংবাদিক শাহিদুল হাসান খোকন, ফয়জুর রহমান চৌধুরী, আব্বাস আলী কৈরাশী মনোনয়ন জমা দিয়েছেন।

শিরোনাম