মহাহাকবি সিরাজ উদ দৌল্লাহ’র সফলতার স্বীকৃতিস্বরূপ আশ্রাফী জাহান সনিকে ফুলেল শুভেচ্ছা

মো.আলতাফ হোসেন ঃঃ
বাংলা সাহিত্যে মহাকবি সিরাজ উদ দৌল্লাহ আজ এক উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলা থেকে তাঁর কাব্য চর্চা শুরু হলেও প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০৬ সালে।২০১৩ সাল পর্যন্ত প্রকাশিত তাঁর অসংখ্য কবিতা যা পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।তারপর তাঁর পথচলা বন্ধ হয়ে যায়।

২০২১ সালে পুরু উদ্যােমে তিনি পুণরায় ফিরে আসেন কাব্য জগতে এবং গোটা দেশকে তাক লাগিয়ে দেন। দ্বিতীয় ধাপে কাব্য জগতে তাঁর এ উত্তরণ এবং এ সফলতার অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সাম্প্রতিক সময়ে আশ্রাফী জাহান সনিকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

লেখকঃ সাবেক জাতীয় ক্রীড়াবিদ, গবেষক,সাংবাদিক ও কলামিস্ট

শিরোনাম