মহাসমাবেশ থেকে ফেরার পথে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশে শেষে ফেরার পথে নিজেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। আহতরা হলেন মো. আরিফুল, মো. জোবায়ের, মো. রনি এবং মো. মোবাশ্বের। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান মানবজমিনকে বলেন, কর্মসূচি শেষ হওয়ার পথে গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এ সময় আরও চার জনের আহত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপরেই হাসপাতালে নেয়া ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি।