সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
আগামী ১৫ আগস্ট নেতাকর্মীদের ঢাকা এসে বঙ্গবন্ধু ভবনে ফুল দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, সবাইকে ঢাকা আসতে হবে। মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে। গত শুক্রবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মোবাইল ফোনে এই নির্দেশনা দেন তিনি।
এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সংবাদের কাছে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র এই কথোপকথনের বিষয়টি নিশ্চিৎ করেছে। এতে আওয়ামী লীগ সভাপতিকে আরও বলতে শোনা যায়, নেতাকর্মী যাদের ওপর হামলা হয়েছে, যাদের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে, তারা যেন থানায় গিয়ে অভিযোগ (সাধারণ ডায়েরি-জিডি) করেন। পুলিশ কর্মক্ষেত্রে (থানায়) ফিরেছে কিনা, এ বিষয়টিও তিনি ফোনালাপে জানতে চান।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির নয়াদিল্লীতে অবস্থান করছেন। তার পুত্র সজীব ওয়াজেদ জয় গত কয়েকদিন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মায়ের দেশত্যাগ নিয়ে কথা বললেও নিরব ছিলেন শেখ হাসিনা।রোববার (১১ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম ‘দ্যা প্রিন্ট’ শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
‘নিরবতা ভাঙলেন শেখ হাসিনা….’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাকে উৎখাত (ক্ষমতাচ্যুত) করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। দ্য প্রিন্ট জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১০ আগস্ট শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন যেটি দ্য প্রিন্টের হাতে এসেছে। ওই বার্তায় শেখ হাসিনা এমন অভিযোগ করেছেন।