মসজিদের পানির পাম্প নিজের বাড়িতে বসালেন যুবলীগ নেতা
নিজস্ব প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের জন্য সরকারের দেয়া সাব-মার্সিবল পানির পাম্প মসজিদে না বসিয়ে নিজের বাড়িতে বসিয়েছেন এক যুবলীগ নেতা। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি ২নং ভুনবীর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।
জানা যায়, তারেকের বাড়িতে পানির পাম্প বসিয়ে পানির লাইন নিয়েছেন বাড়ির ভেতরে। এলাকাবাসীর ভাষ্যমতে, এই সরকারি পানির পাম্পটি মসজিদ ও এলাকাবাসীর ব্যবহারের জন্য বসানোর কথা থাকলেও তারেক ক্ষমতা দেখিয়ে তার বাড়িতে বসিয়েছেন। মসজিদের কাজে ব্যবহার বা এলাকাবাসীর পানি পানের কোনো সুযোগ নেই সেখানে।এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।