মসজিদের ইমামের বেতন উঠানো নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সিরাজগঞ্জ প্রতিনিধিঃঃ
মসজিদের ইমামের বেতন উঠানো নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি মসজিদের ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত খোরশেদ আলম নামের (৫৫) এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত খোরশেদ আলম নলকা ইউনিয়নের চক মনোহরপুর গ্রামের বাসিন্দা ও মৃত কছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলী (৫৪) ও একই গ্রামের ওমর ফারুককে (২০) গ্রেপ্তার করেছে। আজ দুপুরে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই দু’জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম