সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
চট্টগ্রামে ব্ল্যাকমেইল করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জুলাই) রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে ডবলমুড়িং থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোঃ জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর ঐ স্কুল ছাত্রীর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর আরও দুইবার ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীটি ধর্ষকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে আত্মরক্ষা করে।