ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রায়হর গ্রামে ইসলামী মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত মেলায় একদল নেশাখোর, বখাটে মাদক গ্যাংয়ের হাতে মোস্তাকিম (১৭) নামে এক কিশোর অটোচালক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মোস্তাকিম চরশাঁখচূড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। জানা গেছে, চরশাঁখচূড়া গ্রামের আনসার নগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকার যুবকরা আনসার মাদ্রাসা থেকে ৫০ গজ দূরে রায়হর গ্রামের একটি পতিত ক্ষেতে প্রতি বছরের ন্যায় মেলার আয়োজন করে। রাত সাড়ে ৭টার দিকে চৌকা গ্রামের নেশাগ্রস্ত ও বখাটে যুবক সজলের (১৮) নেতৃত্বে একদল নেশাগ্রস্ত মেলায় এসে বখাটেপনা শুরু করলে চরশাঁখচূড়া গ্রামের মোস্তাকিম বাধা দেয়। এ সময় সজলের নেতৃত্বে বখাটেরা শত শত লোকের সামনে ছুরি দিয়ে গলা কেটে মুস্তাকিমকে খুন করে।

পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রোববার বেলা ৩টা পর্যন্ত বাদী এ ঘটনায় মামলার এজাহার নিয়ে থানায় আসেনি। বাদীর এজাহার পেলে মামলা রুজু হবে।

শিরোনাম