ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে চার গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার সকাল ৮টায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তারা হলেন-ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টসের শ্রমিক।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।