ময়মনসিংহে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় গরু বীজতলার ধানের চারা খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুরুজ আলী (৬৫) নামে এক কৃষক খুন হয়েছে। নিহত সুরুজ আলী উপজেলার রামপুর ইউনিয়নের মারুয়াকান্দী গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে। পুলিশ ও

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সকালে প্রতিবেশী আলতাব আলীর ছেলে আব্দুল বাতেনের (৪৫) গরু সুরুজ আলীর ভাতিজা ও মৃত মুনসুর আলীর ছেলে রিপন (৪২) এর বীজতলার ধানের চারা খায়। রিপন গরুর মালিক আব্দুল বাতেনকে সকালে গরু ছেড়ে দেয়ার কারণ জানতে চাইলে মোতালেবগং মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা জরুরি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে দুপুরে রিপনের চাচা সুরুজ আলী ভাতিজাকে মারধর ও গুরুতর জখম করার কথা জিজ্ঞাসা করতে গেলে আব্দুর রশিদ, আব্দুল বাতেন, আবুল কাশেমগং হামলা করে গুরুতর জখম করে। জরুরি চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টায় সুরুজ আলী মারা যায়।

শিরোনাম