সংবাদ জমিন, অনলাইন ডেস্কঃ
দলের নির্দেশ অমান্য করায় বহিষ্কার হলো বিএনপির দুই নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনা ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে বহিষ্কার করেছে বিএনপি।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঞ্জু ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে বহিষ্কার করে দলটি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের বহিষ্কারের খবরে স্ব,স্ব এলাকায় নানামুখথী গুঞ্জণ চলছে।