মধ্যপ্রাচ্যে উদ্বেগের মধ্যেই ইসরাইলকে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংবাদ জমিন ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরসাইলের কাছে নতুন করে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মধ্যে বেশ কয়েকটি ফাইটার জেট এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করা হয়েছে। এবারের চালানে ৫০টির বেশি এফ-১৫ যুদ্ধবিমান সহ উন্নত মাঝারি রেঞ্জের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, ১২০ মিমি ট্যাঙ্ক গোলাবারুদ এবং ভারী বিস্ফোরক মর্টার রয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে এমন সময়ে ইসরাইলকে অস্ত্র দেওয়ার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

শিরোনাম