মতামত কলাম ঃঃ গরীবের পেটে লাথি মারার পরামর্শ দেয় কারা?

—–নাজনিন আলম

গরীবের পেটে লাথি মারার পরামর্শ দেয় কারা? তারা কি সরকারের ভাল চায়? অতিরিক্ত যানবাহন, ঘনবসতি, ঢাকা নির্ভরতা, অবৈধ পার্কিং, অপরিকল্পিত-অপর্যাপ্ত এবং অপ্রশস্ত রাস্তাঘাটই যানযটের মূল কারণ হকাররা না। হকারদেরও জীবন আছে, ক্ষুধা আছে; আছে পরিবার-পরিজন।

নিতান্তই নিরুপায় হয়ে তারা ঢাকার ফুটপাথে বিশ লক্ষ মানুষের অন্ন যোগায়। এখন কর্ম হারিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। কেন তাদের পেটে লাথি মারা হচ্ছে? তারা তো এ দেশেরই নাগরিক এবং সিংহভাগই স্বাধীনতার পক্ষশক্তি ? আর কতদিন তারা কষ্ট করবে? এই গরীব অসহায়দের দেখার কি কেউ নেই?

বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত অবিলম্বে হকারদেরকে চাঁদাবাজীমুক্তভাবে ব্যবসা করার সুযোগ দেয়া হোক।

শিরোনাম