মতামত কলাম ঃঃ অর্থনৈতিক সংকটে মফস্বলের নির্ভীক সাংবাদিক সমাজ

——————-মোঃ আবুল বাশার ঃঃ
রোদ-ঝঁড় বৃষ্টি কাাঁদা-মাটি পেরিয়ে কঠিন চ‍্যালেঞ্জের মুখোমুখি হয়ে,পল্লী জননীর সন্তানদের দূর্ভোগ,দুঃখ-দূর্দশা,সফলতা,এবং সম্ভবনা নিয়ে লেখালেখি করেন মফস্বলের সাংবাদিকগণ। এই লেখার উপর ভিত্তি করে জাতীয় সংবাদ ও মিডিয়াগুলি পরিচালিত হয়।

জাতীয় সংবাদ ও মিডিয়ার কর্মকর্তা ও কর্মচারীরা বিলাসবহুল জীবনযাপন করে। আর মফস্বলের সাংবাদিকগণের দুঃখ-দূর্দশা,দূর করার কেহ নাই, হায়বে ভাইয়ের প্রতি ভাইয়ের সহমর্মিতা, হায়রে দেশ।

শিরোনাম