মতামত ঃঃ রাজনীতিকে বিক্রি করে আমি ব্যবসা করি না :নাজমূল

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
আমি নাজমুল সাবেক ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম, বর্তমানে ঢাকা মহানগর উত্তরে ছাত্রলীগের উপ-নাট্ট ও বিতর্ক সম্পাদক যেহেতু আমি বিয়ে করে ফেলেছি তাই আর ছাত্রলীগ করা হবে না, তবে এখন আমি যুবলীগ করি ঢাকা মহানগর উত্তরে।।রাজনীতি করি বলে অনেকেই অনেক কথা বলে, তবে আমার রাজনীতি কথার একটা উদ্দেশ্য আছে ….।

আমি রাজনীতি কেন করি এবং রাজনীতি থেকে কি পেয়েছি এবং কার জন্য রাজনীতি করি….। আমি প্রথমেই বলি আমি রাজনীতি করি এই সমাজের অসহায় এবং দরিদ্র মানুষের জন্য,রাজনীতিকে আমি ব্যাবসা হিসেবে নেইনি, আমার পেশা আমি একজন আইনজীবী তাই আমি রাজনীতি থেকে কোন দিন ১ টাকা ইনকাম করতে চাইনি এবং করবো না। অনেকেই রাজনীতি করে লাখ লাখ টাকা ইনকাম করছে। আর আমি বাসা ভাড়া দিতেই পারি না। তার কারণ হলো আমি রাজনীতিকে বিক্রি করি না।আমি আমার যোগ্যতা দিয়ে ভালো কিছু করবো এবং তা থেকে একটা অংশ মানব কল্যাণে দান করবো।

আজ হয়তো আমার টাকা নাই, তবে হবে ইনশাআল্লাহ। আমি জানি আমি মারা যাওয়ার পরে আমার অর্জিত টাকা আমি কবরস্থানে নিতে পারবো না, তাই এমন কোন সম্পদ আমি করবো না, যেই সম্পদ আমার জন্য অভিষাপ হয়ে দাড়ায়।আমি আল্লাহকে বিশ্বাস করি,ইসলাম বিশ্বাস করি এবং মৃত্যু অবধারিত।। তাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং মন থেকে আমি যেন এই সমাজের অসহায় মানুষের জন্য কিছু করে যেতে পারি….। একমাত্র অসহায় মানুষই বুঝে জীবন কতো কঠিন..। সামনে নগর যুবলীগের কমিটি, আমার জন্য সবাই দোয়া করবেন..বাকি টুকু আমার নেতায় আমার জন্য যা করে….।

শিরোনাম