মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলবে লাকী বেগম (২৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রক্তমাখা ছুরি এবং ঘাতক মোস্তফাকে আটক করে। নিহত লাকী সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। আটক মোস্তফা কুমিল্লার তিতাস থানার জগৎপুর গ্রামের চরু মিয়ার ছেলে। ঘটনাস্থলে মোস্তফাকে তার স্ত্রীর নিথর দেহের ওপর পড়ে থাকতে দেখা গেছে ও তার পেটে ছুরিকাঘাতের দু’টি চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাবেক স্বামী নিজেই এ ঘটনায় কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।