মণিপুরে দুই তরুণীকে ধর্ষণ,মমতা মুখ্যমন্ত্রীদের নিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মণিপুরে দুই তরুণীকে ধর্ষণ ও বিবস্ত্র করে পথে ঘোরানোর পর সেই ছবি ভাইরাল হওয়ার পর দেশ উত্তাল। সংসদে বর্ষাকালীন অধিবেশনে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মাঝখানে আরও একটি ছবি ভাইরাল- বেড়ার উপর থেকে ঝুলছে এক কুকি যুবকের কাটা মুণ্ডু। সব মিলে মণিপুরের এই অশান্ত পরিবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীদের একটি টিম নিয়ে মণিপুর সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। মূল উদ্যোগ নিচ্ছেন মমতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার মমতার শহীদ দিবসের ভাষণে অনেকখানি জুড়ে ছিল মণিপুর। তিনি বলেন, ‘বিটি পড়াও বিটি বাঁচাও’-এর বদলে মোদি সরকার এখন বিটি জ্বালাও প্রকল্প নিয়েছে। মণিপুরে দুই তরুণীর ধর্ষণের ঘটনায় মমতা বলেন, এই মৌত কা সৌদাগরকে দেশের নারী জাতিই একদিন কুরসি থেকে টেনে নামাবে। এদিকে কাঙপকি জেলায় দুই তরুণীকে ধর্ষণ ও বিবস্ত্র করার ঘটনার বিবরণ প্রকাশ্যে এসেছে। দুই তরুণীকে কর্মস্থলের একটি ঘরে আটকে রেখে তাদের ধর্ষণ করা হয়।

শিরোনাম