মজির উদ্দিন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ও গ্রিন ক্লাবের আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মানিকগঞ্জ এর সিংগাইরে মজির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মানিকগঞ্জ জেলা গ্রিন ক্লাব এর আয়োজনে এবং খোকা খুকি আমিও পারবো ওপেন স্কাউট গ্রুপের সহযোগিতায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হয়।
“বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ আগামি প্রজন্মের টেকসই বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্কুল ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি ২০২২ সম্পন্ন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মজির উদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস, সিংগাইর উপজেলার সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন,শারীরিক শিক্ষা শিক্ষক সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়,বাংলাদেশ স্কাউটস, সিংগাইর উপজেলার স্কাউট লিডার,মানিকগঞ্জ জেলা গ্রিন ক্লাব চেয়ারম্যান, সাবেক জাতীয় ক্রীড়াবিদ, সৃজনশীল লেখক,সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেন,মো. মানিক মিয়া(উডব্যাজার) স্কাউট ইউনিট লিডার খোকা-খুকি আমিও পারবো ওপেন স্কাউট গ্রুপ,বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মো. বাদল মিয়া,সিনিয়র শিক্ষক কাজি মোশাররফ হোসেন,সহকারী শিক্ষক আফরোজা ইয়াসমিন,মো. হানিফ,আব্দুর রাজ্জাক,বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।