ভোটের পূর্বের দিন ফরিদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী শ্রীঘরে

নিজস্ব প্রতিনিধিঃ
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী শামসুল আলম চৌধুরীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় ফরিদপুর পৌরসভার মেয়র অসিতবা বোষ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. নাছিরকে জামিন দিয়েছে আদালত। এদিন তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শিরোনাম