ভোটের টাকা যোগাড় নিয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
ভোট নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী রতনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে পাষ- স্বামী ফজলে রাব্বি। এ অভিযোগে পুলিশ দ্বিতীয় স্ত্রী ফারজানাকে পুলিশ আটক করেছে। এ ঘটনা ঘটেছে রোববার (৭ নভেম্বর) গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার মধ্য খোলাহাটি গ্রামে।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত আব্দুর রউফ জানান, মধ্য খোলাহাটি গ্রামের বাসিন্দা ফজলে রাব্বি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন। আগামী ১১ই নভেম্বর ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্বামী ফজলে রাব্বি তার স্ত্রী রতনা বেগমকে তার বাড়ি (শ্বশুর) থেকে টাকা আনতে বলেন।

ভোটের জন্য খরচের টাকার দরকার। তাই প্রতিদিন তাকে চাপ দেন। কিন্তু স্ত্রী অনড় থাকায় ঘটনার দিন রাতে বাক-বিতন্ডার পর তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখে। এর পর সে গা-ঢাকা দেয়। পুলিশ জানায়, মূল ঘাতককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম