ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি,উদ্ধার-৩,নিখোঁজ-৬

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধানে স্বজনরা ভিড় জমিয়েছে নদীর তীরে। সবাই অপেক্ষা করছে কখন তাদের স্বজনদের উদ্ধার করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল থেকে ডুবুরি দল মাঝ নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে দুপুরে আরও দু’জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের একজন নারী, আরেকজন কন্যাশিশু। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এরআগে শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর রাতে সুবর্ণা আক্তার (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন।

শিরোনাম