ভোলায় ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি : নিহত ১

 

ভোলা প্রতিনিধি ঃঃ

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও ২ জন। সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষ ও গোলাগুলির পর এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে। গুলিতে তিনি নিহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। এরআগে সকাল ৮টায় দেশের ২০৪ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়; যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। চর‌ফ্যাশন ছাড়া এখনও দেশের কোথাও কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

শিরোনাম