শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। নিহত ফারুক চরকুমারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের বাহেরচর গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লার বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এরপর দুর্বৃত্তরা তাদের ১২টি বসতঘরে আগুন দিয়ে চলে যায়। পরে স্বজনরা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা রাজনীতি করার সময় কারও কোনো ক্ষতি করিনি।