ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়ল হালিমা ভবন

স্টাফ রিপোর্টার ঃঃ
ভূমিকম্পের ফলে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ‘হালিমা ভবন’ নামে এই বিল্ডিংয়ের উপরের অংশ সামান্য হেলে পাশের ভবনের সঙ্গে লেগে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা। গতকাল ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে হালিমা ভবনের উপরের অংশ হেলে পড়ে।

জানা যায়, হালিমা ভবন আগে থেকেই একটু হেলে ছিল। গতকাল সকালের ভূমিকম্পে আগে থেকে হেলে থাকা ভবনটির উপরের অংশটি পাশের ভবনে গিয়ে পড়েছে। এতে উপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে। তবে ওই ভবনের দ্বিতীয়তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁকা রয়েছে।

শিরোনাম