ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকা থেকে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা গেছে, এরই ধারাবাহিকতায় বুধবার (২ ফেব্রুয়ারী) বিকাল ১৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল রাজধানীর দক্ষিণখান থানাধীন এলাকার বি-এলার্ট সিকিউরিটি সার্ভিসেস লিঃ এর অফিসে অভিযান পরিচালনা করে সিকিউরিটি গার্ডে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অপরাধে ওয়াকিটকি সেট ৫ টি, ওয়াকিটকি চার্জার ২ টি, স্ক্যানার ২ টি, সিল ২ টি, কম্পিউটার সেট ২ টি, ভর্তি ফরম ২০ টি, ভিজিটিং কার্ড ১০০ টি, এবং নগদ ৭১,৬৭২/- টাকা সহ নিম্নোক্ত প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, ক। মোঃ রিয়াজুল হক (৪২), জেলা- যশোর,খ। মোছাঃ আনোয়ারা খানম আলো (৩৩), জেলা- যশোর,গ। মোঃ সাহেদ করিম (৪৫), জেলা- নারায়নগঞ্জ,ঘ। মোঃ রাসেল মিয়া (৩০), জেলা- টাঙ্গাইল,ঙ। মোঃ নয়ন মিয়া (২৮), জেলা- নরসিংদী, চ। মোঃ ফয়েজ উদ্দিন (২২), জেলা- ময়মনসিংহ ও ছ। মোঃ জাকারিয়া (১৯), জেলা- বরিশাল।

শিরোনাম