ভুট্টা ক্ষেতে প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ

 

কুষ্টিয়া প্রতিনিধি ঃঃ
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী এক তরুণীকে (২০) জোরপূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণের ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সালাম (৪০) ও রফিক (৪১) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে একা পেয়ে সালাম ও রফিক মেয়েটিকে মুখ চেপে ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সোমবার রাত ১২টার দিকে ভিকটিমের নানী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী তরুরণীকে ধর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আসামি সালাম ও রফিক।

শিরোনাম