নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পশ্চিম ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের সর্বশেষ সদস্য দগ্ধ ১৮ বছর বয়সী লিজা আক্তার মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় একে একে দগ্ধ ছয়জনই মারা গেলেন। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে লিজা আক্তারের বাবা-মা, ভাই-বোন ও নানি মারা যান।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিজা। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ভাষানটেক এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনকে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়। তাদের মধ্যে পাঁচজন আগেই মারা যান। এ ঘটনায় দগ্ধ একমাত্র সদস্য লিজা বেঁচে ছিলেন। আজ সন্ধ্যা ছয়টার দিকে হাই ডিফেন্সি ইউনিটে তার মৃত্যু হয়। লিজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ২৪শে এপ্রিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিজার ভাই সুজন (৯)।