ভারত সীমান্ত সীলগালা করে দিলো বাংলাদেশ

 

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
ভারত সীমান্ত সিলগালা করে দিলো বাংলাদেশ। ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিলো সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।’উল্লেখ্য বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই বাড়ছে। আর এ অবস্থায় সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করলো। ভারতের সাথে বিমান চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে। ছবি-সংগৃহীত

শিরোনাম