ভারত ও যুক্তরাষ্ট্রকে থোরাই কেয়ার করে চীনা ট্র্যাকিং জাহাজ শ্রীলঙ্কায়

সংবাদ জমিন,অন্তর্জাতিক ডেস্কঃ
প্রতিবেশী ভারতের প্রতিবাদে চীনা জাহাজের সফর স্থগিত করলেও এবার সেটিকে হাম্বানটোটা বন্দরে ডক করার অনুমতি দিয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সানডে টাইমস জানিয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্র সরকার শ্রীলঙ্কায় জাহাজটির আগমনের বিরোধিতা করার নেপথ্যে “সুনির্দিষ্ট কারণ” জানাতে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কা সরকার গতকাল (১২ আগস্ট) চীনা ট্র্যাকিং জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে (শ্রীলঙ্কার দক্ষিণে চীনের নির্মিত এবং লিজ নেওয়া) হাম্বানটোটা বন্দরে ডক করার অনুমতি দিয়েছে।

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এ খবর নিশ্চিত করে জানিয়েছেঃ ইউয়ান ওয়াং ৫ এখন নির্ধারিত সময়ের পাঁচ দিন পর অর্থাৎ ১৬ আগস্ট হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দরে ‘বার্থ’ করবে। এটি মূলত ১১ আগস্ট শ্রীলঙ্কায় আসার কথা ছিল। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ভারত জোরালো উদ্বেগ প্রকাশ করার পর এর আগমন বিলম্বিত হয়েছিল।-খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম

শিরোনাম