ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কমপক্ষে দুটি ইস্যুতে বিপরীত অবস্থান নিয়েছে ভারত। প্রথমত তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার জন্য জাতিসংঘে নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। দ্বিতীয়ত: রাশিয়ার তেল, অস্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ও রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা অব্যাহত রেখেছে ভারত। এ জন্য চাইলেই ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।

মার্কিন আইন প্রণেতাদের তরফ থেকে এমন দাবিব জোরালো হয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। বরং মার্কিন সরকারের প্রতিনিধিরা ঘন ঘন ভারত সফরে আসছেন এবং ভারতকে রাশিয়ার সঙ্গে স্বেচ্ছায় যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অনুৎসাহিত করছেন তারা। এমনটাই ভারতকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেন।সূত্র-এ খবর দিয়েছে অনলাইন ডন

শিরোনাম