ভাতিজা চাচিকে নিয়ে উধাও

নিজস্ব প্রতিনিধিঃ
প্রেমের টানে চাচিকে নিয়ে পালালেন ফরিদপুরের মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরে আলম। গত ৭ জুন গভীর রাতে সবার চোখের আড়ালে নিজের চাচি লাবণী আক্তারের হাত ধরে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য এলাকাবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

ফরিদপুরের মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম পূর্বপাড়া গ্রামের মাইনুদ্দিন মাতব্বরের ছেলে। তার পরিবারের পক্ষ হতে জানানো হয়, নুরুল আলম ও তার চাচি দুই কন্যা সন্তানের জননী লাবণী আক্তারের মধ্যে অনেক দিন ধরেই প্রেম চলছিল। এ নিয়ে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বক্কর কয়েক দফা সালিশ মীমাংসা করেছিলেন।

শিরোনাম