ভাতিজাদের ফাঁসাতে মেয়েকে কুপিয়ে হত্যা করল পাষন্ড পিতা

কুমিল্লা প্রতিনিধি ঃঃ
ভাতিজাদের ফাঁসাতে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। মাত্র সাত শতক জায়গার বিরোধ নিয়ে ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিলো সোলেমানের।বৃহস্পতিবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর।

তিনি জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামের সোলেমান জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের ফাঁসাতে মেয়ে সালমা আক্তারকে (১৪) গত ১ অক্টোবর হত্যা করে। তার লাশটি পুকুরে ফেলে রাখা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

শিরোনাম