ভাইয়ের হাতে ভাই খুন,আটক-৩

লালমনিরহাট প্রতিনিধিঃ
ভাইয়ের হাতে ভাই খুন হলো। লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে কামরুজ্জামান ওরফে আলী (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাইয়ের দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কামরুজ্জামান ওই এলাকার মৃত খাদেমুল্লাহর ছেলে বলে জানা যায়।

জানা যায়, জমিজমা নিয়ে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাঠ এলাকার কামরুজ্জামানের সঙ্গে নুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোন মীমাংসা হয়নি। মঙ্গলবার ক্ষেত থেকে ফসল নিয়ে আসার সময় নূর ইসলামের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালালে কামরুজ্জামানের মৃত্যু। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

শিরোনাম