ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি : নিহত-১৯

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃঃ
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

শিরোনাম